মহাবিশ্বঃ
পৃথিবী এবং অন্যান্য সমস্ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সীসমূহ, তাদের অন্তর্বর্তী স্থানের মধ্যে অন্যান্য পদার্থ এবং শূণ্যস্থান (মহাকাশ), এবং তাত্ত্বিক ভাবে নির্ধারিত যদিও তারা সরাসরি পর্যবেক্ষিত নয়; এমন সব কিছু মিলে যে জগৎ তাকেই বলা হ​য় মহাবিশ্ব
বিগ ব্যাং বা মহাবিস্ফোরণঃ
মহাবিস্ফোরণ শব্দটি স্থূল অর্থে প্রাচীনতম একটি বিন্দুর অতি শক্তিশালী বিস্ফোরণকে বোঝায় যার মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল, আবার অন্যদিকে এই বিস্ফোরণকে কেন্দ্র করে মহাবিশ্বের উৎপত্তি ও গঠন নিয়ে বিশ্বতত্ত্বে যে মতবাদের সৃষ্টি হয়েছে তাকেও বোঝায়।
পৃথিবীঃ
মানুষ সহ কোটি কোটি প্রাণীর আবাসস্থল ,সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ হলো পৃথিবী । পৃথিবীই এখন পর্যন্ত আবিষ্কৃত মহাজাগতিক স্থান যেখানে প্রাণের অস্তিত্য আছে । পৃথিবী যেহেতু মহাবিশ্বের অংশ তাই এর উপরের দিকের সীমানা অসীম ।
মঙ্গল একটি গ্রহ । তাই এটি পৃথিবীর অংশ নয় । বরং পৃথিবী থেকে এটি ৭.৮ কোটি কিঃমি দূরে অবস্থিত ।
সংগৃহীতঃ উইকিপিডিয়া ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ