somu

Call

এই দুটোই হল degree course এর নাম। অনার্স বলতে বোঝায় 12th class পাস করার পর আপনার প্রিয় যে কোনো একটা বিষয়ে পড়তে পারে তাই honours course(স্নাতক স্তর) বলে, এক্ষেত্রে কিছু additional subject ও থাকবে।তবে Master degree তে শুধু সেই বিষয়টির উপর আপনার দক্ষতা থাকবে যেটা নিয়ে Bachelor course এ Honors or Pass course এর মধ্যে যে বিষয়গুলো ছিলো তার যে কোনো একটি আপনি Master degree করতে পারেন। Master degree করার পর আপনি মাস্টারের চাকরী করতে পারেন তবে সেটা School, Collage না University তে পরাবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

1. অনার্স চার বছর মেয়াদি একটি কোর্স. অনার্স এর চারটি সেমিষ্টার আছে. একবছরে একটি সেমিষ্টার অতএব চার বছরে চারটি. বিভাগ ভিত্তিক বিষয় নিয়ে অধ্যয়ন করা যায়. 2. ডিগ্রী তিন বছর মেয়াদি একটি কোর্স. এর তিনটা সেমিষ্টার আছে. বিভাগ ভিত্তিক সম্পন্ন করাযায়.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ