উইন্ডোজ ৭ মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি অন্যতম সংস্করণ। ২০০৯ সালে এটি বাজারে ছাড়া হয়। এর ৩২ বিট ও ৬৪ বিট, দুই রকমের সংস্করণই রয়েছে। এইটি জুলাই ২২,২০০৯ প্রথম প্রকাশিত হয়েছিল তবে অক্টোবর ২২, ২০০৯ এটি সারাবিশ্বে প্রকাশিত হয় । শুরুতে মাইক্রোসফট এর কোড নাম দিয়েছিল ভিয়েনা যাকে ব্ল্যাকবম্ব বলেও অবহিত করা হয়। উইন্ডোজ সেভেনকে উইন্ডোজ ভিস্তার আপডেট সংস্করণ হিসেবে প্রকাশ করা হয়। সূত্র : উইকিপিডিয়া বিস্তারিত দেখুন এই লিংক এ https:// bn.m.wikipedia.org/wiki/উইন্ডোজ_৭

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ