অর্থাৎ ফোনে যে OTG,OTA,RAM,ROM এগুলো থাকে এগুলোর কাজ কি? (বিস্তারিত বলবেন)
Share with your friends
avir

Call

OTG : otg মানে on the go । যেহেতু USB ব্যবহার করা হয় এতে তাই একে USB On The Go ও বলা যায় । OTG ফাংশন সম্বলিত ফোন ফোন যদি আপনার থাকে তাহলে আপনার লাইফ পুরাই জিংগালালা otg ব্যবহার করে ফোনের সাথে Keyboard, Mouse, Pendrive, Card Reader সহজেই ব্যবহার করতে পারবেন । ফোনের ছোট কীবোর্ড ব্যবহার করতে ভালো লাগে না ?? Nothing to fear. OTG is here otg দ্বারা খুব সহজেই ফোনের সাথে কীবোর্ড বা মাউস ব্যাবহর করতে পারবেন । এছাড়াও স্টোরেজ নিয়ে সমস্যা অনেকেরই । কম স্টোরেজের কারনে বড় মুভি রাখতে পারেন না মোবাইল এ । তাই পেনড্রইভ এ মুভি রাখেন, usb দিয়ে পেনড্রাইভ মোবাইল এ কানেক্ট করেন & এনজয়য় !! তাই মূলত ষ্টোরেজ সমস্যার সমাধান করে OTG । আরেকটা কথা, কিছু Device এ OTG ব্যবহার রে আপনার ফোনকে Power Bank হিসেবে ব্যবহার করতে পারবেন । যেমন Walton Primo HM । তাছাড়া গেমপ্যাড ব্যবহার করে গেম ও খেলতে পারবেন otg দিয়ে ! PS4 নাই তো কিচ্ছে ? মোদের ইস্মার্টফুন আছে না OTA : ota মানে over the air । কারণ এই সুবিধা থাকলে update বাতাসে উইরা উইরা আসে তোহ তাই আরকী সবার মনে একটাই প্রশ্ন ! কীভাবে আমার কিটক্যাট ফোনকে ললিপপ করতাম ? ভাউ আপনের প্রশ্ন এই OTA তেই লুকায়া আছে । আপনার ফোনে যদি OTA আপডেট সুবিধা থাকে এবং আপনার ফোনের জন্য ফোন নির্মাতা কম্পানী এন্ড্রয়েড ভার্শন আপডেট দেয় তাহলে আপনি ঘরে বসেই সে আপডেট পেয়ে যাবেন । কোনো Pc বা ল্যাপটপ এ কানেকক্ট করন লাগতো না । আপডেট ডাইরেক্ট আপনের নোটিফিকেশন প্যানেল এ এছাড়াও অন্যান্য সফটয়্যার আপডেট, বাগ ফিক্স এগুলাও পাবেন । সোজা কথায় OTA হচ্ছে কনফিগারেশন ম্যাসেজ এর মতো । আপনার কাজ খালি ইনষ্টল দেয়া Ram= Random Access Memory Rom= Read Only Memory ROM এ ডাটা থাকে স্থায়ী ভাবে। RAM এ ডাটা থাকে অস্থায়ী ভাবে ।

Talk Doctor Online in Bissoy App