আমাদের মুখচোখ এবং মাথায় বায়ুপূর্ণ কিছুু অস্থি আছে।এই বায়ুপূর্ণ কুঠুরি কে সাইনাস বলে এবং এর প্রদাহ কে সাইনুসাইটিস বলে।এটা বিভিন্ন জীবানু এবং ধুলাবালি দিয়ে হতে পারে।আবার যাদের অ্যালার্জিক সমস্যা আছে তাদের বেশী হয়। এর প্রতিকার হচ্ছে যে কাজটি করলে অ্যালার্জিক সমস্যা হয় সেটা করা যাবে না,অতিরিক্ত ঠান্ডা বা গরম লাগানো যাবেনা।ধুলাবালি থেকে দুরে থাকতে হবে প্রয়োজনে নাক মুখে মুখোশ পরে থাকতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ