শেয়ার করুন বন্ধুর সাথে
Call

• ১ম তিনদিন শিশুর সর্দি, কাশি ও জ্বর হয়। • চোখ দুটি লাল হয়ে যায় ও পানি পড়ে। • বুকে সর্দি ঘড়ঘড় করে। • কপালে ও কানের পেছনে ছোট ছোট ঘোলা লাল দানা দেখা যায়। • ৩য় ও ৪র্থ দিনে সমস্ত মুখে ও শরীরে গুটি ছড়িয়ে পড়ে। • চোখ রক্তবর্ণ হয়। • চোখে হলুদ পিচুটি দেখা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ