শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

১) হাড়ের প্যাথলোজিকাল ডিসফিগারেশন। ২) অবিরাম পিঠ ব্যথা। ৩)সুস্পষ্ট কারন ছাড়া শরীরে এক বা একাধিক ফ্রাকচার দেখা দেওয়া। ৪) টিউমারের আশপাশের প্রত্যঙ্গগুলো অবশ বা অসাড় বলে মনে হতে পারে। ৫) হাড়ের উপরিভাগে মাংশের শক্ত পিণ্ড দেখা যেতে পারে। এর ফলে কিছু কিছু ক্ষেত্রে ব্যথা হতেও পারে আবার নাও পারে। ৬) জ্বর, ওজন হ্রাস, ক্লান্তি দেখা দেয় এবং শরীরের গতি মন্থর হয়ে পড়ে। ৭) হাড়ের জয়েন্ট এ ব্যথা হতে পারে এবং অনেক্ষেত্রে সবসময় হাল্কা হাল্কা ব্যথা থাকতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ