শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

একাধিক মেলোমা এর Misdiagnosis হার ৪০% থেকে ৫০% পর্যন্ত পৌঁছে নিম্নলিখিত কারণ গুলো misdiagnosis এর বিভিন্ন উপসর্গ:      ১. সংক্রমণ: রোগীদের রেসপিরেটরির বিস্তারের ফলে সংক্রমণ বা মূত্রনালীর সংক্রমণে বিকাশ প্রবণতা এর অন্যতম কারণ ।পরিণত পর্যায়ে সংক্রমণ হলে তা রোগীর মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম।      ২. রক্তাল্পতা: অস্থি মজ্জায় সংক্রমণ একাধিক মেলোমা রোগীদের রক্ত স্বল্পতা ঘটায়।      ৩. ক্যান্সার- সংক্রান্ত রোগলক্ষণ: হাড়ের ব্যথা, স্থানীয় ভর, ফাটল এমনকি এবং নিম্নাঙ্গ এবং উভয় পদের অসাড়তা, ইত্যাদি ।      ৪. Hypercalcemia বমি, দুর্বলতা, polyuria বা কোষ্ঠবদ্ধতা এর ধন্দ, ইত্যাদি কারনে সংক্রমণ ঘটে।      ৫. রক্তের hyperviscosity: মাথা ঘোরা, দৃষ্টি মন্দা, কানে ভোঁ ভোঁ শব্দ, এবং আঙ্গুলের অসাড়তা,দৃষ্টি আকস্মিক অস্পষ্ট হয়ে যাওয়া ইত্যাদি কারণে সৃষ্ট হতে পারে।      ৬. রিনাল অপ্রাচুর্য: রোগীদের রেনাল অপ্রাচুর্য দেখা দিলে তা এর অন্যতম কারণ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ