শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

 ১। জন্ডিসঃ পিত্তনালী টিউমারের কারনে ব্লক হয়ে গেলে এর কারনে ধীরে ধীরে শরীরে জন্ডিস দেখা দেয় এবং এই ক্যান্সারের পেছনে এটি অন্যতম কারণ।      ২। পেটে ব্যথাঃ ঊর্ধ্ব পেট খাওয়ানো পরে অস্বচ্ছন্দ বোধ করলে এর সাথে পিঠ ব্যথা করলে বা কন্ঠনালীতে প্রদাহ হলে তা এ ক্যান্সারের অন্যতম লক্ষন।      ৩। জ্বরঃ পিত্তনালীর ভেতর ইনফ্ল্যাশনের ফলে জ্বর অনুভূত হয়ে থাকে।      ৪। ত্বকে পাঁচড়াঃ ত্বকে কোন ধরনের পাঁচড়া দেখা দিলে এবং তা ধীরে ধিরে বৃদ্ধি পেলে ।      ৫। অন্যান্য লক্ষনঃ ক্ষুধামান্দ্য, চর্বিযুক্ত খাবার, দুর্বলতা, ওজন হ্রাস, বমি বমি ভাব ও বমি করার বিরাগ ইত্যাদি অন্যতম কারণ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ