Call

না,ভাইয়া আপনি চিরতরে এ্যালার্জি থেকে মুক্তি পাবেন না। চিরতরে মুক্ত না হওয়ার কারনঃ আমাদের সবার শরীরে এ্যালার্জি আছে। তবে শ্বেত রক্তকনিকা ইওসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে এলার্জি প্রতিরোধ করে। যদি কোনো কারনে এই নিঃসরন হার কমে যায় তবেই এ্যালার্জি হবে। এ থেকে মুক্তি পেতে চাইলে আপনি এ্যালার্জি জাতীয় খাবার [যেমনঃ চিংরি মাছ,গো মাংস,বেগুন ইত্যাদি] খাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। #Rahim

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ