RushaIslam

Call

ক্ষতির সর্বোচ্চ সর্বোনিম্ন বলে কোনো কথা নেই,ক্ষতি সব সময় ক্ষতিই বহন করে।পিত্তথলীতে পাথর হলে আপনার কোলেসিস্টাইটিস হয়, পেটের ডানদিকে তীব্র ব্যথা হয়,বিলিরুবিনের বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যায়,জন্ডিস হতে পারে,আলসার হতে পারে। প্রাথমিকভাবে থানকুনি পাতারর রস গরম পানি দিয়ে প্রতিদিন দুইবার করে সেবনের ফলে আরাম পাওয়া গেলেও চিকিৎসক এর পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করাই উত্তম।আলট্রাসনোগ্রাম এর মাধ্যমে পাথরের অবস্থান ও আকার বিবেচনা করে চিকিৎসা দেয়া হয়।কালিজিরা প্রতিদিন গরম পানির সাথে মিশিয়েও এই রোগের রোগিরা সেবন করে আরাম পায় বলে ধারনা করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ