MDshahinur

Call

সাধারণত এন্ড্রয়েডের ফোনে মাসে একবার হলেও Restore factory দেওয়া ভাল। Restore দেওয়ার কোন ক্ষতির দিক নেই ।এতে আপনার ফোন আরও গতিশীল হবে, ভালো থাকবে, তবে ভালো মানের বা বিদেশি ফোন Restore দেওয়া একটু ঝামেলা মান বেপাড়, তবে Restore দেওয়া খারাপ না।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি মাসে Restore factory ২-১ বারও দিতে পারেন তার বেশিও দিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার এতে কোন ক্ষতি নেই এবং restore দিলে ফোন হবে গতিশীল এবং ভাইরাস মুক্ত

Talk Doctor Online in Bissoy App
Ronu

Call
প্রয়োজন ব্যতীত Factory reset দেওয়ার প্রয়োজন নেই। factory reset সুবিধাটি ফোনে যোগ করা হয়েছে। ফোনের সব data erase করা যায়। এখন ডাটা erase করার কারণ হলো
— ফোনের পাসওয়ার্ড ভুলে যাওয়া
— ফোন ফ্যাক্টরি ভাবে রান করা
— ফোন এর Data erase করা

এছাড়া বিভিন্ন কারণে ফোন রিসেট করা হয়। এছাড়া Custom ROM flash করার জন্যে ফোন রিসেট করা হয়। আপনি যদি ফোন রিসেট করেন তাহলে আপনার ফোনের স্পিড ইনক্রিস হতে পারে। তবে বেশি দিনের জন্যে নয় ২-৩ দিন পর্যন্ত স্পিড স্থায়ী হতে পারে।
ফোন রিসেট করলে ফোনের ব্যাকগ্রাউন্ড প্রসেস erase হয়ে যায়। ফোন এর সব সিস্টেম ফ্যাক্টরি ভাবে রান হয়। ফোনের বিভিন্ন সফটওয়্যার নতুন ভাবে ক্যাশে কালেক্ট করে। এর জন্যে ফোন এর স্পিড বৃদ্ধি পায় তবে দীর্ঘ সময়ের জন্যে নয়।
আপনি আমার মতে ফোন factory reset অপ্রয়োজনে দেওয়ার কোন কারণ নেই। যদি দীর্ঘবার আপনি ফোন রিসেট করেন তাহলে Bootloop ও Softbrick করতে পারে। এগুলোর ফলে ফোনের অনেক ক্ষতি করে। সুতরাং, অপ্রয়োজনে ফোন রিসেট করবেন না।
Talk Doctor Online in Bissoy App