Call

আমার মনে হয় আপনার ফনে নিয়ম থেকে বেশি অ্যাপ আছে,,,যেমন আপনি Google Play Store ছাড়া কোনো App ডাউনলোড করবেন না,,,, আর এতে যদি কাজ হয না তাহলে আপনি আপনার রিসেট করে নিন তাহলে আশা করছি আপনার এই সমস্যাটা দুর হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার মেমোরিটি ভাইরাস স্ক্যান করুন কাজ না হলে আপনি ফোনটি রি-স্টোর করে ফেলুন। সমস্যা সমাধান। হবে।

Talk Doctor Online in Bissoy App

সাধারণত ফোন নতুন থাকা অবস্থায় ফাস্ট থাকে কিন্তু যখন এটি ধীরে ধীরে পুরনো হতে শুরু করে তখন এটির ক্ষমতাও ধীরে ধীরে কমে যায়.. মোবাইল স্লো হওয়া মানে মোবাইলের সকল কার্যক্রম স্লো হওয়া.. তাছাড়া মোবাইল স্লো হওয়ার আরো কারণ থাকতে পারে যেমন 1-মোবাইল চার্জে লাগিয়ে ব্যবহার করা 2-মোবাইলের বেশি মেমোরি ব্যবহার করা 3-মোবাইল গরম হওয়া অবস্থায় ব্যবহার করা  এবং 4-মেমোরিতে ভাইরাস প্রবেশ করলে... -আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে প্রথমে আপনার মেমোরি ফরমেট করুন এবং আপনার মোবাইলটি রিস্টোর করুন, তারপর মোবাইল টি চালু করুন সেট ফার্স্ট হবেই...

Talk Doctor Online in Bissoy App