Call

ইংরেজিতে যেমন a, an, The আর্টিকেল থাকে, ঠিক তেমনি "আল" শব্দটি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আল-কুরআন, আল-হাদীস, আল-জিহাদ, আস-সুন্নাহ, । এখানে 'আল' এবং 'আস' কোন অর্থ বহণ করেনা। কোনো শব্দের মাধ্যমে নির্দিষ্ট কিছু বোঝানোর জন্য আরবিতে ‘আল’ ব্যবহার করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আরবি হরফ দুই প্রকার।যথা: হরফে শামসী ১৪টি। ﺕ ﺙ ﺩ ﺫ ﺭ ﺯ ﺱ ﺵ ﺹ ﺽ ﻁ ﻅ ﻝ ﻥ শব্দের শুরুতে ﺍ এবং ﻝ এর পরে হরফে শামসীর কোন একটি হরফ আসিলে সেই ﺍ এবং ﻝ পড়া যায় না। আর-রহমান,আস-সামস ইত্যাদি। হরফে ক্বমারী ১৪টি। ﺏ ﺝ ﺡ ﺥ ﻉ ﻍ ﻑ ﻕ ﻙ ﻡ ﻭ ﻩ ﺀ ﯼ শব্দের শুরুতে ﺍ এবং ﻝ এর পরে হরফে শামসীর কোন একটি হরফ আসিলে সেই ﺍ এবং ﻝ পড়া যায়। যেমন আল-হাকিম,আল-বারিক ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ