অনেক সময় দেখবেন ডিজে গান লাগায় । সেইসব গানে একসাথে ২ টা বাজে । ২ টা গানকে একসাথে মিক্স করা হয় একেই ডিজে বলে । DJ' র পূর্ণরূপ হচ্ছে, Disc Jockey. এইসব গান হৈ হুল্লোরের হয় । যেহেতু হানি সিংহ এইরকম গান গায় তাই নামের আগে ডিজে লাগানো হয় । বিস্তারিত জানতে http://en.m.wikipedia.org/wiki/disc_jockey

Talk Doctor Online in Bissoy App

ডিজে শব্দটি বেশ পরিচিত।আজকাল এলাকার অনেক পুলাপাইন ও নিজেদেরকে ডিজে অমুক ডিজে তমুক বলে গর্ব করে।আসলে এরা ডিজে এর অর্থই জানেনা।"ডিজে" শব্দটি আসলে একটি সংক্ষিপ্ত রুপ।এর পূর্নরুপ হলো "ডিক্স জকি"।বিভিন্ন ছোট বড় অনুস্ঠানে/কনসার্টে একজন লোক যে ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট পরিচালনা করে কনসার্টের লোকদের মাতিয়ে রাখেন তাকে ডিজে বলা হয়।আর ওসব গায়কদের আগে ডিজে লাগানো থাকে কেনো তা আমার সঠিক জানা না থাকায় বলতে পারলামনা।হয়তো ওনারাও ডিজে+গায়ক।।ভুল হলে জানিয়ে দিবেন।

Talk Doctor Online in Bissoy App