আমি অবিবাহিত।কিন্তু ১৫ দিন যাবত স্বপ্নদোষ হচ্ছে না আমি হস্তমৈথুন ও করি না।খুব তাড়াতাড়ি বির্যপাত হয়ে যায়।সমাধান কি? সামনেই বিয়ে করব ভাবছি। এখন সমাধান কি??
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পরামর্শ ও চিকিৎসাঃ চা ,কফি,মদ ইত্যাদি উষ্ণ প্রকৃতির উত্তেজক দ্রব্যাদি পরিহার করা।নিয়মিত প্রাতঃভ্রমন করা।কোষ্ঠকাঠিন্য হতে দেয়া যাবে না।যৌন বিষয়ক চিন্তা করা যাবে না।নগ্ন ছবি দেখা যাবে না। ঔষধঃ সিরাপ জারনাইড- ২ চা চামচ দিনে ২ বার ৭-১৫ দিন সেব্য।ট্যাবলেট স্পার্মাটিন - ২ ট্যাবলেট দিনে ২ বার 30-60দিন সেব্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

স্বপ্নদোষ একটি স্বাভাবিক বিষয়।  এটার কারণে বীর্য পাতলা হবার কথা না। তবে আপনার ক্ষেত্রে যেহেতু হয়েছে বলছেন তাই আপনি কিছু কাজ করতে পারেন-

  •   অতিরিক্ত ভারী প্যান্ট পরবেন না। আপনার টেস্টিকল ঠান্ডা রাখুন। লুঙ্গী, ট্রাউজার বা পাতলা জিন্স পরুন। 
  •  দুশ্চিন্তা থেকে দূরে থাকুন।
  •  ধুমপান, মদ্যপান পরিহার করুন।ধূমপায়ী দের শুক্রাণু সংখ্যা অধূমপায়ীদের চেয়ে ২২% কম হয় । 
  • ঘন ঘন বীর্যপাত (যৌন মিলন/হস্তমৈথুন) যাতে নাহয় সেদিকে খেয়াল রাখবেন।সেক্স বেশি করার চেষ্টা করুন হস্তমৈথুনের চেয়ে ।পারলে হস্তমৈথুন একেবারে বাদ দিন ।
  •  অস্বীকৃত মেডিসিন থেকে সাবধান থাকুন। 
  • প্রতিদিন ব্যায়াম করুন,পান করুন প্রচুর পানি।  
  • ৭মাছ, মাংস, ডিম, ফল ও সবজি প্রচুর পরিমানে খাবেন। টুনা মাছ, মুরগি, লাল মাংস, কচি ছাগল বা ভেড়ার মাংস খান। 

আশাকরি ঠিক হয়ে যাবে। জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ