আমার ব্যাবসায়িক কারনে স্ত্রীর থেকে দূরে থাকা হয় বেশিরভাগ সময়ই এবং আমার কনডম ব্যাবহার করতে ভালো লাগে না। আমি গত ২ মাস আগে তার সাথে সহবাস করে তাকে ২ দিনে ২ টি Emcon 1 খাওয়াই সহবাসের ১ঘন্টা পর ই । তার পরবর্তী মাসিক হওয়ার পর তাকে Femicon সেবন করাই কিছুদিন কিন্তু সে সেবন করতে চায়না মাথা ঘুরায় সে জন্য। এখন আমি যদি এই মাসে তার সাথে সহবাস করে তাকে একটি Emcon 1 খাওয়াই তাহলে কি কোনো সমস্যা হবে?  আর এটি কি ড্রতিবার ই কার্যকর ? যদি সহবাসের ১ ঘন্টার মধ্যই তাকে সেবন করাই ? তার কি গর্ভবতি হওয়ার সম্বাবনা আছে ? বিঃদ্রঃ অামি সদ্য বিবাজিত এবং এই মুহুর্তে বেবি চাচ্ছি না।
Share with your friends
Call

এখন ইমকন ১ পিল খাওয়ালে কাজ করবে|কিন্তু যতটা সম্ভব এসব পিল এড়িয়ে চলা ভালো|এসব পিলে সাইড ইফেক্ট থাকে|দু-তিন মাসের মধ্যে এসব পিল একটার বেশি খাওয়া ঠিক নয়| আর সবচেয়ে নিরাপদ সহবাস করতে চাইলে কনডম ব্যবহার করা উত্তম|এতে কোন ধরণের ক্ষতির প্রভাব থাকে না|ফলে সবচেয়ে ঝুঁকিমুক্ত সহবাস করতে পারবেন|

Talk Doctor Online in Bissoy App
RushaIslam

Call

আপনি প্রথমত ভুল করেছেন গত মাসে দুইদিনে দুইটি ইমার্জেন্সি পিল খাওয়ায়। এই ইমকন-১ পিল একটি সেবনে ৭২ ঘন্টার মধ্যে কয়েকবার মিলন করতে পারবেন। আর আপনি এও ভুল করেছেন ফেমিকন পিল কয়েক দিন খেয়ে বাদ দেওয়ায়। আর মাথে ব্যথা,মাথা ঘোড়া,বমি ভাব শরীর দুর্বল লাগা গুলো পিলের পার্শ্বপ্রতিক্রিয়া। আপনার উক্ত দুইটি   আপনার মাসিক অনিয়মিত হতে পারে যা মাসিক ঠিক মত না হওয়া,মাসিক ক্লিয়ার না হওয়া, ফলে তলপেটে ব্যথা,হতে পারে। আপনি এখন এই পিল গুলো খাওয়া বন্ধ করুন বা এই পিল খাবেন না। তবে খেলেও কার্যকারি হবে প্রেগন্যান্সি রোধে। তবে এই পিলের প্রচুর পার্শ্বপ্রতিক্রিয়া আচ্ছে যার  প্রভাবে পরবর্তীতে বাচ্চা জন্মদানে হ্রাস পেতে পারে। সহজেই প্রেগন্যান্ট নাও হতে পারেন। তাই যত সম্ভব ইমার্জেন্সি পিল গুলো না খেয়ে স্বল্পমেয়াদী জন্মবিরতিকরণ আপন/মারভেলন পিল সেবন করেন বা সহবাসে কনডম ব্যবহার করুন।

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

আপনি বিয়ে করেছেন কিন্তু এখনো নতুন।আর এই নতুন অবস্থায় এরকম ঘন ঘন ইমার্জেন্সি পিল নেওয়া মোটেও উচিৎ না।

আর প্রতিদিন মিলন করে প্রতিদিন ইমার্জেন্সি পিল খাওয়া উচিৎ না বা এর নিয়ম নাই।

ইমার্জেন্সি ইমকন পিল সেবনের ৭২ ঘন্টার মধ্যে কয়েকবার মিলন করতে পারবেন কিন্তু এভাবে অনিয়ম করে বার বার ইমার্জেন্সি পিল নেওয়া উচিৎ না। আর ইমার্জেন্সি পিল খাওয়ার পর 

  • তলপেটে ব্যথা  
     
  • মাথা ঘুড়া,বা মাথা ব্যথা,
  • বমি ভাব।
  • খাবারে অরুচি ।
  • শারীরিক দুর্বলতা।
  • মাসিক অনিয়মিতভাবে হওয়া।
  • তলপেটে অসস্থি বা তলপেটে /জরায়ু ফুলে থাকা

 এছাড়াও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে আর  এসব ইমার্জেন্সি পিল সেবনের কারনে হয়ে থাকে সে ক্ষেত্রে উক্ত সমস্যা গুলো অসহনীয় হলে চিকিৎসক এর কাছে চিকিৎসা ও পরামর্শ নিবেন। 

এখন আবার মিলন করতে চাইলে প্লিজ মিলনে কনডম রাখুন। এরকম ইমার্জেন্সি পিল সেবন করলে পরবর্তীতে বেবি নিতে ঝামেলায় পড়বে বা বাচ্চা নাও আসতে পারে।কাজেই মিলন কনডম রাখা উচিৎ।

ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App