শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

এলার্জি পুরোপুরিভাবে নির্মুল করা কষ্টসাধ্য, চিকিৎসার মাধ্যমে একে দমিয়ে রাখা যায় কেবল।উত্তম হবে আপনি চক্ষু চিকিৎসক এর পরামর্শ নিন এবং আই ড্রপ ব্যবহার করুন। এছাড়া নিম্নের উপায় গুলি মেনে চলতে পারেন: ১.চোখে বরফ থেরাপি করবেন প্রতিদিন দুইবার। ২.ঠান্ডা জলের ঝাপ্টা দিবেন। ৩. ডাবের পানি তুলো তে নিয়ে চোখে ম্যাসাজ করুন প্রতিদিন একবার হলেও। ৪.এলার্জিযুক্ত খাবার খাবেন না। ৫.এক কাপ জলে লবণ দিয়ে মিশ্রণটি ভাল করে ফুটিয়ে নিন এবং কিছুটা ঠাণ্ডা হলে তাতে গোপালজল মিশিয়ে চোখে মাসাজ করুন প্রতিদিন দুইবার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ