শেয়ার করুন বন্ধুর সাথে
Call

চেহারা সুন্দর করার কোনো আমল নেই। কেননা, আল্লাহ তাআলা কারো চেহারা অসুন্দর করে সৃষ্টি করেন নাই। বস্তুত আল্লাহ তাআলা মানুষকে সুন্দর গঠানাকৃতি দিয়েই সৃষ্টি করেছেন। মানুষের দৈহিক কাঠামোর সৌন্দর্য্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদেরকে উত্তম আকৃতি দিয়েছেন। তিনি আরো বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর কাঠামোতে। (আত-তীনঃ ৪) আল্লাহ তাআলা প্রতিদিন সব মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আর নামাজের জন্য মানুষকে প্রতিদিন পাঁচবার অজু করতে হয়। আর এতে মানুষের ত্বক পরিষ্কার থাকে। ওজুর সময় মানুষের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার হয় যার দ্বারা বিভিন্ন প্রকার জীবানু হতে মানুষ সুরক্ষিত থাকে। এছাড়া চেহারার লাবন্যতা বৃদ্ধি পায়। কেননা, নামাজের জন্য মানুষ যতবার অজু করে, ততবারই মানুষের মুখমণ্ডল ম্যাসেস হয়ে থাকে। যাতে মুখমণ্ডলে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। ফলে মানুষের চেহারার লাবন্যতা বৃদ্ধি পায়, মুখের বলিরেখা ও মুখের দাগ কমে যায়। তাই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন আল্লাহ তাআলা চাইলেই চেহারা আরো সুন্দর করে দিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ