Call

সন্দেহ দূর করার আমল হচ্ছে এই যে, হাদিসে এসেছেঃ তুমি ঐ জিনিস পরিত্যাগ কর, যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে এবং তা গ্রহণ কর যাতে তোমার সন্দেহ নেই। কেননা, সত্য প্রশান্তির কারণ এবং মিথ্যা সন্দেহের কারণ। (রিয়াযুস স্বা-লিহীন হাদিস নম্বরঃ ৫৬) আবূ মুহাম্মাদ হাসান ইবনে আলী ইবনে আবী তালিব রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে এ কথা শুনে স্মরণ রেখেছিঃ সন্দেহযুক্ত বিষয় বর্জন করে সন্দেহমুক্ত বিষয় গ্রহণ কর। (আন নওয়াবীর চল্লিশ হাদীস হাদিস নম্বরঃ ১১) যে ব্যক্তি সন্দিহান বিষয় হতে নিজেকে রক্ষা করেছে সে নিজের দ্বীনকে পবিত্র করেছে এবং নিজের সম্মানকেও রক্ষা করেছে। তাই প্রথম কাজ হচ্ছে সন্দেহ যুক্ত বিষয় পরিত্যাগ করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ