কুরআনী আমল নামে অনেক ধরনের আমল রয়েছে। কোনোটা জায়েয। আবার কোনোটা না জায়েয। আপনি কোন ধরনের কুরআনী আমল করছেন সেটা আপনিই বলতে পারবেন। তবে সেটা জায়েয হয়েছে কিনা সেটা জানার জন্য নিকটস্থ কোনো বিজ্ঞ আলেমের দ্বারস্থ হোন। আর আপনি যদি জায়েয পর্যায়ের কুরআনী আমল করে থাকেন তাহলে একটিই করণীয়। আর তা হলো, আল্লাহর যাবতীয় বিধি বিধান পালনে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। এবং সব ধরনের অনাচার থেকে বিরত থাকা। এ ছাড়া ভিন্ন কোনো করণীয় নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ