RushaIslam

Call

এটি সাধারণত মস্তিষ্কে রক্তসঞ্চালনে সমস্যা দূর করতে,বিভিন্ন মানসিক সমস্যা দূর করতে,ঘুমের সমস্যা দূর করতে,মাংসপেশির সমস্যা দূর করতে প্রদান করা হয়।দিনে তিনবার খাবার গ্রহণের পর একটি করে এই ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেয় চিকিৎসক গণ,তবে ডোজ কমানোর ধরন আলাদা আছে।তেমন কোনো সাইড ইফেক্ট নেই তবে মাথা ঘুরতে পারে,ঘুম ভাব আসতে পারে,শরীর ক্লান্ত হতে পারে।চিকিৎসক এর পরামর্শ ব্যতীত সেবন নিষেধ। 

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call
Cinaron রোগীর অবস্থা অনুযায়ী ডাক্তারগন এর মাত্রা নির্ধারণ করে, দিন 1-3 বার। Cinaron বমি বমি ভাব, মাথা ঘোরা, শরীরের ভারসাম্যতাহীনতা, মস্তিষ্কের রক্ত সরবরাহ জনিত সমস্যা, কানে ভোঁ ভোঁ শব্দ হওয়া, কানে কম শোনা ও কান ভার ভার লাগা, রাতের বেলায় খিঁচুনি হওয়া, হাত পা অবস অনুভূত হওয়া,  মস্তিষ্কের রক্তবাহী নালীর সংকোচন জনিত সমস্যায় ব্যবহৃত হয়।

পার্শ্বপ্রতিক্রিয়াঃ
মাথা ব্যথা, র্যাস, মুখের শুষ্কতা, পায়খানা কষা, গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাওয়া, ইত্যাদি।
Talk Doctor Online in Bissoy App