Call

সত্যি বলতে দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। মূল পার্থক্য হল Tablet গুলোর Screen একটু বড় আর চওড়া হয়। কিন্তু Smartphone এর ক্ষেত্রে দেখবেন এগুলো চিকন আর লম্বা হয়। তাই পার্থক্য যদি করতেই হয় আপনি সেটা করতে পারেন দুটোর ব্যবহারে। যদিও দুটোই প্রায় একই রকম কাজ করতে সাহায্য করবে কিন্তু Tablet এর সাইজ বড় হওয়াতে আপনি এটাতে গেম খেলে, মুভি চালিয়ে আর টুকটাক অফিসিয়াল কাজ করে মজা পাবেন। অন্যদিকে মোবাইলের ক্ষেত্রে আপনি ছবি তুলে, কথা বলে এবং সহজে পকেটে নিয়ে ঘুরতে পারবেন। আর এটার চার্জ ও বেশিক্ষন যাবে। কারণে Smartphone আর Tablet দুটোর ই ব্যাটারী খরচ হবার মূল কারণ হল এদের বড় পর্দা। যেহেতু Smartphone এর পর্দা ট্যাবের চাইতে ছোট তাই এটাতে আপনি বেশিক্ষন ব্যাটারী ব্যাকআপ পাবেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App