আমি আপনাকে নবম-দশম শ্রেণীর 2019 সালের পাঠ্যবইয়ের ১৭২ ও ১৭৫ পৃষ্ঠা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। অভ্যন্তরীণ শক্তির বেলায় তাপ উৎপাদী বিক্রিযার ক্ষেত্রে বিক্রিয়ক সমুহের মোট অভ্যন্তরীণ শক্তি উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তির থেকে বেশী। ভালো কথা। আবার বন্ধন শক্তির বেলায়  তারা বলছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক সমুহের মোট বন্ধন শক্তি উৎপাদ সমুহের মোট বন্ধন শক্তির থেকে কম। এটি কিভাবে সম্ভব? তাপ উৎপাদী বিক্রিয়ায় কিভাবে উৎপাদের বন্ধন শক্তি কম হয়? আর তা যদি হয়ই, তাহলে অভ্যন্তরীণ শক্তির বেলায় কেন কম হলো না। 


Share with your friends
Call

ফাজিল তুমি আগে বলতো বন্ধন শক্তিতে ডেইল এইচ এর হিসাব কীভাবে বের করতে হয়? তুমি যদি এটা বুঝে থাকো তাহলে তোমার প্রশ্নটির উত্তরও তোমার থেকেই চলে আসবে।বাকি রহস্যটা না হয় তোমার উত্তরের প্রেক্ষিতেই বলবো।

Talk Doctor Online in Bissoy App