Razib_

Call

সপ্নদোষ না হওয়া কিছুটা সংকার কারণ অবশ্যই, তবে হস্তমৈথুন করলে স্বপ্নদোষ না হওয়াটাই স্বাভাবিক। এছাড়া অতিরিক্ত হস্তমৈথুন করলে আপনি শারিরিক এবং মানসিক -দু ধরণের সমস্যাতেই পতিত হতে পারেন। যেমন-

-- নপুংসকতা, মানে যৌন সঙ্গম স্থাপন করতে অক্ষম হয়ে যাওয়া।
-- অকাল বীর্যপাত, মানে খুব অল্প সময়ে বীর্যপাত ঘটে যাওয়া।
-- পুরুষ বন্ধ্যাত্ব, মানে বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া।
-- রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসা।
-- উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় পতিত হওয়া।
-- যৌনাঙ্গের আভ্যন্তরীন ক্ষতি সাধিত হওয়া।
-- দৃষ্টিশক্তির সমস্যা তৈরি হওয়া।
-- শারিরিক ভাবে সবসময় দূর্বলতা অনুভব করা।
-- সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হয়ে যাওয়া।
-- হজম প্রক্রিয়া এবং প্রসাব প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি হওয়া।
-- ব্রণ ও ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়া।
-- স্মৃতিশক্তির সমস্যা দেখা দেয়া। 

তাই সার্বিক দিক বিবেচনা করে অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস থেকে বের হয়ে আসাই বুদ্ধিমানের কাজ হবে। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

  কোন সমস্যা  হবে  না!! 

আসলে স্বপ্নদোষ হওয়া কারণ হলো ছেলেদের বয়ঃসন্ধিকালে পৌঁছালে তাদের বীর্যথলিতে বীর্য এবং অন্ডকোষে শুক্রাণু তৈরি হয়। সময়ের সাথে সাথে বীর্য ক্রমাগত বীর্যথলিতে জমা হতে থাকে। বীর্যথলির ধারণক্ষমতা পূর্ণ হওয়ার পর নিদ্রারত অবস্থায় অনিচ্ছাকৃতভাবে বীর্যপথে বীর্যপাত ঘটে দেহে বীর্যের ভারসাম্য নিয়ন্ত্রিত হয়, একেই স্বপ্নদোষ বলা হয়। স্বপ্নদোষের সময় অনেকে স্বপ্নে অসচেতন ভাবে যৌন কর্মকাণ্ডের প্রতিচ্ছবি অবলম্বন  করে, তবে উক্ত অনুভূতি ছাড়াও স্বপ্নদোষ সঙ্ঘটিত হতে পারে ।

 তবে আপনি যেহেতু  হস্তমৈথুন করেন তাই বীর্য ক্রমাগত ভাবে বীর্যথলিতে জমা থাকতে পারে না । অতিরিক্ত  বীর্য গুলো হস্তমৈথুন করার সময় বের হয়ে যায় তাই স্বপ্নদোষ হয় না। উদাহরণ :-  আপনার হাতে একটি পানি ভর্তি গ্লাস আছে, সেই পানি ভর্তি গ্লাসে আবার পানি ঢাললে বাড়তি পানি গুলো পরে যাবে( স্বপ্নদোষ)। আর যদি আপনি ভর্তি গ্লাস থেকে ৩ চামুচ পানি ফেলে দেওয়ার পর সেখানে ২   চামুচ  পানি 

 দিলে সেই  গ্লাসের পানি কিন্তু আর পরবে না (হস্তমৈথুন )।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ