শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

যে সকল এসিড জলীয় দ্রবনে বা পানিতে প্রায় সম্পুর্নরুপে বিয়োজিত হয়ে H+ আয়ন ও সংশ্লিষ্ট ঋনাত্মক আয়ন উৎপন্ন করতে পারে এবং ক্ষারকের সাথে তীব ভাবে দ্রুত বিক্রিয়া সম্পর্ন করে তাকে সবল এসিড বলে।  যেমন HCl. এটি প্রায় সম্পুর্ন বিয়োজিত হয়ে  H+ ও Cl- আয়ন উৎপন্ন করে। অন্যদিকে যে এসিড দ্রবনে খুবই সামান্য বিয়োজিত হয়ে পজেটিভ ও নেগেটিভ আয়ন উৎপন্ন করে এবং ক্ষারকের সাথে ধীরে ও উভয়মুখীভাবে বিক্রিয়া দেয় তাকে দুর্বল এসিড বলে। যেমন কার্বনিক এসিড H2CO3 এইটি সামান্য বিয়োজিত হয়ে  H+ ও CO3-  অল্প সংখ্যক আয়ন তৈরি করে। এবং ক্ষারকের সাথে উভয়মুখীভাবে ধীরে বিক্রিয়া করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ