শেয়ার করুন বন্ধুর সাথে

এসিড বৃষ্টি হল H2O ও SO2 এর মিশ্রন । আকাশ থেকে পতিত হওয়া বৃষ্টির পাণি(H2O) এবং পরিবেশ থেকে সৃষ্টি হওয়া বিষাক্ত সালফার ডাই আক্সাইড/সালফিউরাস(SO2) মিশ্রনের ফলে H2SO4(সালফিউরিক এসিড) সৃষ্টি হয় । যা এসিড বৃষ্টি নামে পরিচিত ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিভিন্ন কারখানা থেকে সৃষ্ট অম্লীয় অক্সাইড (SO2,NO2,CO2) সমূহ বায়ুমণ্ডলের জলীয়বাষ্প (H2O) কণা এবং অক্সিজেনের (O2) সাথে বিক্রিয়া করে অম্ল উৎপন্ন করে। এই অম্ল ঐ অঞ্চলে বা দূরবর্তী কোন স্থানে বৃষ্টির জলের সাথে ঝরে পড়াকে অ্যাসিড বৃষ্টি বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ArfanAli

Call
যে বৃষ্টির পানিতে নানাবিধ অম্লধর্মী অক্সাইড বা এসিড মিশ্রিত থাকার কারণে ঐ বৃষ্টির পানির PH < 5.6 হয় সেই বৃষ্টিকে এসিড বৃষ্টি বলে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ