শেয়ার করুন বন্ধুর সাথে

আমরা জানি একটি পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস চার্জধারী কনিকা ওচার্জ নিরপেক্ষ কণিকা নিউট্রন সমন্বয়ে গঠিত।নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন ও নিউট্রনসমূহকেযে বল ধরে রেখে নিউক্লিয়াসটিকে স্থিতিশীলতা দান করে সেই প্রকৃতির বলই সবল নিউক্লিয়বল নামে অভিহিত। নিউক্লিয় বলের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা যাক- এটি একটি কেন্দ্রীণ প্রকৃতির বল এবং প্রকৃতির মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী। এটি চার্জ অনপেক্ষ, অর্থ্যাৎ দুটি প্রোটনের মধ্যে, দুটি নিউট্রনের মধ্যে, আবার একটি প্রোটন ও একটি নিউট্রনের মধ্যে সমভাবে ক্রিয়াশীল। এটির কার্যকারিতা অতি স্বল্প দূরত্ব প্রসারী, মাত্র কয়েক ফার্মি। এক ফার্মি হলো ১০^-১৫ মিটার। এটি মূলত আকর্ষণ ধর্মী হলেও একটি বিশেষ দূরত্বের কমে বিকর্ষণ হিসেবে দেখা দিতে পারে। এর প্রয়োজন দেখা দেয় নিউক্লিয়াসের স্থায়িত্বের কারণে। এখন একটিহিলিয়াম পরমাণুর কথা ধরা যাক। এর নিউক্লিয়াসে দু’টি প্রোটন,দু’টি নিউট্রন রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ