কঃ ফরজ খঃ ওয়াজিব গঃ সুন্নত ঘঃ কোন কিছুই না।
শেয়ার করুন বন্ধুর সাথে

সবল রোযাদার ব্যক্তিকে ভুলে আহার করতে দেখলে তাকে স্মরণ করে দেয়াটা ওয়াজিব তথা আবশ্যক। তবে এ ওয়াজিব নামাজের মধ্যকার ওয়াজিব, সুন্নাত ও ফরজের মতো নয়। এটা হলো, নাহি আনিল মুনকার। একজন ব্যক্তি ভুলে একটি ফরজ বিধানকে পরিত্যাগ করছে। এটা যদিও তার ক্ষেত্রে ফরজ লঙ্ঘন নয়। কিন্তু অন্যদের ক্ষেত্রে এটা ফরজ লঙ্ঘন। তাই তাদের দায়িত্ব হলো তাকে স্মরণ করিয়ে দেয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার উত্তরটি এখানে আছে______ https://www.bissoy.com/143328/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ