শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

হৃদপিন্ডের করোনারী ধমনীর ভেতরের গায়ে চর্বি ও কোলেস্টেরল জমে ধমনীর গহব্বর সরু করে দেয়। ফলে রক্ত দ্রুত অক্সিজেন সরবরাহ করতে পারেনা। এই অবস্থা দীর্ঘদিন চললে  হৃদপিন্ড একদিকে দুর্বল হয়ে পড়ে অন্য দিকে ধমনী ভেতর বন্ধ হয়ে যাবার উপক্রম হয়, যেকোন মুহুর্তে একটু ভারী বা ঝুকিপুর্ন কাজ করলে হৃদপিন্ড দ্রুত পাম্প করতে যেয়ে আটকে যায় একে হার্টফেইল বলে। উল্লেখ্য আটকে যাওয়া বলতে বোঝায় পাম্পের তালে তালে রক্ত সরবরাহ না হলে, ডায়াস্টোল অবস্থা থেকে সিস্টোল অবস্থায় ফিরতে পারেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • চর্বিযুক্ত খাবার বেশী খাওয়া ।
  • বেশী মোটা হওয়া ।
  • অতিরিক্ত পরিশ্রম করা ।
ইত্যাদি কারণে হতে পারে ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ