শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

সাধারণত চাপ,আঘাত কিংবা ঘর্ষণ এর ফলে স্কিনে যে ক্ষত হয় তা থেকে রোগে জীবাণু প্রবেশ করে এবং চর্মরোগ হয়। এছাড়া এলার্জি সৃষ্টিকারী যেকোনো মেডিসিন সেবনের ফলে,ছত্রাক টাইকোফাইটেসিস, মাইকোস্পেরিয়া, ফেবাস রোগের যে কুকুরের ক্ষেত্রে কৃত্রিমভাবে নিউরোসিস সৃষ্টি করতে পারলে চর্মরোগ দেখা দেয়। এছাড়াও ডায়াবেটিস এবং হরমোনজনিত, ভিটামিনের সমস্যার কারণেও চর্মরোগ হয়।  এর সঠিক চিকিৎসা টা আমার জানা নেই। কারণ আমি চিকিৎসক নই। কাজেই চর্মরোগ দেখা দিলে অবশ্যই চিকিৎসক এর পরামর্শ নেয়া উচিৎ, নইলে এটি দেহের বিভিন্ন অংগে ব্যাপক হতে পারে। এছাড়া লবণ জল দিয়ে আক্রান্ত স্থান প্রাথমিকভাবে পরিষ্কার করে ব্যাকটেরিয়া প্রতিরোধী ক্রিম লাগাতে পারেন। আক্রান্ত স্থানে সাবান লাগাবেন না। (মূল সূত্রটি শারীরিক শিক্ষা গাইড,হোম ইকোনোমিক কলেজের অনার্স ৪র্থ বর্ষের গাইড থেকে সংগ্রহীত। তবে পরামর্শ গুলো নিজের)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ