আপনি জল বসন্তের দাগ প্রাকৃতিক উপায়ে যেভাবে দূর করতে পারবেন, তা নিম্নে আলোচনা করা হল-

১. প্রথমেই তালিকায় আছে মধু। প্রাকৃতিক ময়েশচারাইজার রয়েছে মধুতে। আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি যে কোনওরকম দাগছোপ তুলতে মধুর জুড়ি নেই।  সঙ্গে একটু ওটসও রাখুন। ওটস আর মধুর পেস্ট বানিয়ে পক্সের দাগের উপর লাগান।  হাল্কা করে জায়গা ঘষে নিন।  ব্যস আধ ঘণ্টা আর ওদিকে তাকাবেন না। আধঘণ্টা পর জল দিয়ে ধুয়ে নিন।

২. বাড়িতে পাতিলেবু থাকে নিশ্চয়ই।  তুলোর মধ্যে অল্প পরিমাণে লেবুর রস নিন।  যেখানে পক্সের দাগ রয়েছে লাগিয়ে নিন।  ১৫ মিনিট রেখেই ধুয়ে ফেলুন।

৩. ডাবের জলে প্রচুর মিনারেল রয়েছে।  সরাসরিই দাগের উপর লাগিয়ে নিন।  হাতেনাতে ফল পাবেন।

৪. অ্যালোভেরা জেল।  অ্যালোভেরা পাতা কেটে জেল বের করুন। পক্সের দাগে লাগিয়ে হাল্কা ঘষুন। যতক্ষণ না শুকোচ্ছে, থাক। দিনে ২-৩ বার এই জেল লাগান।

৫. বিশুদ্ধ নারকেল তেলও পক্সের দাগ সারাতে বেশ উপকারি। দিনে ৩-৪ বার দাগের উপর লাগান।  হাল্কা ম্যাসেজ করে নিন। উপকার পাবেন।

৬. ব্রাউন সুগারও (মাদক ভেবে ভুল করবেন না) কিন্তু এক্ষেত্রে অব্যর্থ।  পেঁপে, ব্রাউন সুগার এবং দুধের মিশ্রন তৈরি করে দাগের উপর লাগান।  হালকা টান ধরলে জল দিয়ে ধুয়ে ফেলুন।


Talk Doctor Online in Bissoy App