RushaIslam

Call

দেখুন,নানান কারণে দাত হলুদ হতে পারে যেমন অ্যান্টিবায়োটিকের প্রভাবে,আবহাওয়ার কারণে,অতিরিক্ত মিষ্টদ্রব্য খেলে,ধুমপান করলে ইত্যাদি কারণে।আপনি যা করবেন:

  • ১.প্রতিদিন সকালে টুথপেস্টের সঙ্গে অল্প করে বেকিং সোডা মিশিয়ে দাঁত ব্রাশ করুন। তারপর গরম পানি দিয়ে ভালো করে কুলকুচি করে মুখ ধুয়ে নিন।
  • ২.প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কমলা লেবুর ফালি নিয়ে দাঁতে ঘষুন।
  • ৩.পরিমাণ মতো লেবুর রসে অল্প করে নুন মিশিয়ে সেই রস দিয়ে মুখ কুলি করলে দাঁতের হলুদভাব কমে যেতে শুরু করে। এছাড়া প্রতিদিন লেবু দিয়ে দাত ঘষুন।
  • ৪.লবণ এবং পুদিনাপাতা বাটা একত্রে মিশিয়ে দাত মাজুন প্রতিদিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

দাঁত হলুদ ছোপ হওয়ার কারণ (→)

  • অতিরিক্ত মিষ্টি গ্রহণ করা।
  • নিয়মিত দুইবার ব্রাশ না করা। 
  • অতিরিক্ত কোমল পানীয় পান। 
  • ধূমপান করা। 
দাঁতের দাগ দূর করার উপায় (→)
  • আপনি ব্রাশ করার সময় টুথপেস্টের উপর সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন। নিমিষেই ঝকঝকে হবে দাঁত। বেকিং সোডা ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করে ব্রাশ করতে পারেন। দ্রুত ফল পাবেন।
  • টুথপেস্টের উপর লবণ ছিটিয়ে দাঁত ব্রাশ করুন। দাঁতের হলদে ভাব দূর করবে এটি। পাশাপাশি দাঁতে ব্যথা থাকলে সেটাও কমে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

লেবুতে ব্লিচিং প্রপাটিজ দাঁতের সৌন্দর্য ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে পরিমাণ মতো লেবুর রসে অল্প করে লবণ মিশিয়ে সেই রস দিয়ে মুখ কুলি করলে দাঁতের হলুদ ভাব কমে যেতে শুরু করে। অথবা, প্রতিদিন লেবুর দিয়ে দাঁত ঘষুন। কয়েক সপ্তাহ টানা এমনটা করলেই সমস্যা কমতে শুরু করে দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ