শেয়ার করুন বন্ধুর সাথে

ভাইরাস ও ব্যাকটেয়ার মধ্যে কিছু পাথক্য: ১।ভাইরাস:এরা অকোষীয়।এতে সাইটোপ্লাজম,বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ও নিউক্লিয়াস নেই।এরা অতিআণুবীক্ষণিক।সজীব কোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে না।এতে বিপাক ক্রিয়া দেখা যায় না।এদের এনজাইম থাকে না।এদের DNA অথবা RNA যেকোনো একটি থাকে।ক্যাপসিডের মধ্যে অবস্থান করে। ২।ব্যাকটেরিয়া:এরা কোষীয়।এতে সাইটোপ্লাজম,বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ও আদি প্রকৃতির নিউক্লিয়াস আছে।এরা আণুবীক্ষণিক।সজীব কোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে ।এতে বিপাক ক্রিয়া ঘটে।এদের এনজাইম থাকে।এদের DNA ও RNA উভয়ই থাকে।ক্যাপসিডের মধ্যে অবস্থান করে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ