শেয়ার করুন বন্ধুর সাথে

আত্মার গতি হলো সত্যের দিকে, আর মনের গতি হলো ভোগ ও মিথ্যার দিকে।

আত্মা চায় মুক্তি আর মন চায় বন্ধন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

বিজ্ঞানের মতে আত্মা বলে কিছু নেই জীবন মৃত্যু মস্তিষ্কের কর্মদক্ষতার উপর নির্ভর। তবে আমার মতে আত্মা ও মন দুটোই এক জিনিস এরা পরস্পর সমার্থক শব্দ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আত্মা,হিয়া,মন,আমার মতে সব এক যার সৃষ্টির ধ্বংস নেই মানে অবিনশ্বর ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এ দুটো একই বিষয় । আরবীতে বলা হয় নফস।আল্লাহ বলেন , ইয়া আয়্যুহান নাফসুল মুতমায়িন্নাহ.. সুরা ফাজর, ২৭

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মন: মানুষের ইচ্ছা ধারণ ও  নিয়িন্ত্রণকারী অদৃশ্যমান ধারণা।মনের কোনো বাস্তব রুপ নেই, সায়েন্টিফিক ভাবে বললে মস্তিষ্কই আমাদের মন। অর্থাৎ মস্তিষ্কের বিশেষ ধারণাগুলোকেই আমরা মনের চাওয়া/পাওয়া ইত্যাদি বলি। আত্মা: মানুষের কাল্পনিক দ্বিতীয় অস্তিত্ব বা মানসিক দেহ যা তার শারীরিক দেহকে ভালো বা খারাপ দিকে পরিচালিত করে। এটি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত নয়, তবে অনেক ধর্মেই আত্মার ব্যাপারে বলা হয়েছে। https://www.bissoy.com/206681/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ