ZunaidHasan

Call

১  এল সি ডি (LCD) টিভি এবং এল ই ডি (LED) টিভি দুটোতেই দুটা করে গ্লাস প্যানেল থাকে। গ্লাস প্যানেল দুটার মাঝে থাকে লিকুইড ক্রিস্টাল (LCD, LED দুটোতেই) ।  LCD টিভি তে এই আলো ফেলে সুক্ষ সুক্ষ ফ্লোরেসেন্ট বাতি (Florescent Lamp) আর LED টিভি তে এই আলো ফেলে সুক্ষ সুক্ষ LED বা লাইট এমিটিং ডায়ড। LED ফ্লোরেসেন্ট বাতির চেয়ে বেশী উজ্জ্বল বলে LED টিভি বেশী Sharp দেখায়।

২। LED টিভি LCD টিভির চেয়ে অনেক হালকা ও পাতলা।

৩। LED টিভি LCD টিভির চেয়ে দামে ৫০% বেশী।

৪। LED টিভির Contrast Ratio 500,000:1 পর্যন্ত হয় আর LCD টিভির Contrast Ratio 100,000:1 পর্যন্ত হয়। এজন্য LED টিভিতে কালো কে সত্যি কালো দেখা যায় ধুসর নয়।

৫। LED টিভিতে LCD টিভির চেয়ে প্রায় ৪০% কম এনার্জি খরচ হয় তাই বিদ্যুত বিল ও কম আসে।

৬। LED টিভিতে Mercury নাই কিন্তু LCD টিভিতে Mercury থাকে তাই LED টিভি বেশী পরিবেশ বান্ধব

Talk Doctor Online in Bissoy App
firozhossan

Call

 
  এল সি ডি (LCD) টিভি এবং এল ই ডি (LED) টিভি দুটোতেই দুটা করে গ্লাস প্যানেল থাকে। গ্লাস প্যানেল দুটার মাঝে থাকে লিকুইড ক্রিস্টাল (LCD, LED দুটোতেই) । এই প্যানেল গুলোর পেছন থেকে আলো ফেলে ক্রিস্টাল গুলো আলোকিত করা হয় এবং আমরা ছবি দেখতে পারি। LCD টিভি তে এই আলো ফেলে সুক্ষ সুক্ষ ফ্লোরেসেন্ট বাতি (Florescent Lamp) আর LED টিভি তে এই আলো ফেলে সুক্ষ সুক্ষ LED বা লাইট এমিটিং ডায়ড। LED ফ্লোরেসেন্ট বাতির চেয়ে বেশী উজ্জ্বল বলে LED টিভি বেশী Sharp দেখায়।
    এল সি ডি ও এল ই ডি   এদের মধ্যে পাথক্য  .  নিচে আলোচনা কবা হলো . 

1  LED টিভি LCD টিভির চেয়ে অনেক হালকা ও পাতলা।

2  LED টিভি LCD টিভির চেয়ে দামে ৫০% বেশী।

  
3  LED টিভিতে LCD টিভির চেয়ে প্রায় ৪০% কম এনার্জি খরচ হয় তাই বিদ্যুত বিল ও কম আসে।

 
4 LED টিভিতে Mercury নাই কিন্তু LCD টিভিতে Mercury থাকে তাই LED টিভি বেশী পরিবেশ বান্ধব।

Talk Doctor Online in Bissoy App