Call

বিয়ে পূর্ব প্রেম আর বিয়ে পরবর্তী সংসার দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। কারণ একই ছাদের নীচে ২৪/৭ থাকা একেবারেই অন্যরকম। পরিবর্তনের বিষয়টা নির্ভর করবে যে বিয়ের আগে কে কাকে কতটা "ধোঁকা" দিয়েছে মানে "নিজেকে লুকিয়ে রেখেছে", যদি সম্পর্ক হয়ে থাকে খোলামেলা আগেই থেকে মানেই নিজেকে এবং আরো অনেক কিছু লুকানোর মানসিকতা যদি না থাকে তাহলে বেসিক অনেক বিষয়ে আপনি নতুন কোন পরিবর্তন দেখবেন না। কিন্ত যদি কেউ নিজেকে আগে লুকিয়ে রাখে আর বিয়ের পর খোলস থেকে বের হয় 'আসল' রূপ নিয়ে তাহলে সমস্যা হতে পারে। খাওয়া-দাওয়া, ঘুম, টিভি দেখা, চা খাওয়া, পোশাক পরা, বাসা গোছানো থেকে শুরু করে প্রতিটা বিষয় নতুন ঠেকবে একই ছাদের নিচে। এগুলো আমি বলব 'মেজর' না, মানে মানিয়ে নেয়া যেতে পারে। কিন্তু যদি মেজর কিছু বের হয় যা আগে জানা ছিলনা তালে মেনে নেয়া কষ্টকর হতে পারে। একদম নতুন পরিচয়ের দাম্পত্যের সাথে পার্থক্য হলঃ পরিচিত মানুষ বনাম অপরিচিত মানুষের সাথে সংসার। তবে নতুন অপরিচিত কারো সাথে 'পরিচিত' হতেও কিন্তু বেশী সময় লাগে না। এমন উদাহরণ ভুরিভুরি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ