আমার এক ফ্রেন্ড আছে যে বাস করে কোথাও বেড়াতে গেলেই বমি করে।

যাই হোক আমরা দূরে কোথাও যাওয়ার প্রোগ্রাম করেছি।

 ফ্রেন্ড ও যাবে।

বাট,, বড় প্রব্লেম হলো বাসে উঠলেই ৩-৪ ঘন্টা পর ওর বমি হয়....

এমন কি করলে বমি হবে না??

এমন ঔষধ থাকলে ও সাজেস্ট করিয়েন......


Share with your friends
Call

Stemetil 5mg অথবা Maclixine, প্রভৃতি ভ্রমণের আগের রাতে ১টি এবং যাত্রার ৩০ মিনিট আগে ১টি সেবন করতে পারেন।

 এজন্য  ডাক্তারের পরামর্শ নিন*

Talk Doctor Online in Bissoy App

কাগজি বা বাতাবি লেবু বা লেবুর পাতা সাথে রাখতে পারেন। গা বমি বমি লাগলেই লেবু বা পাতার গন্ধ নিলে আর বমি হবে না।

Talk Doctor Online in Bissoy App
ShahRiaz

Call

ভ্রমণের সময় মুখে এক টুকরা আঁদা রেখে নাড়াচাড়া করবেন। আশা করি বমি হবে না। এটা আমার লাইফে প্রাক্টিকেলি প্রমাণিত।

Talk Doctor Online in Bissoy App
Call

ভ্রমণের আগে "জয়ট্রিপ" একটা খেলে বমি হবে না।

Talk Doctor Online in Bissoy App
Call

বাসে ওঠার আগে হজম হয় না এরকম কিছু খাবেন না। 

মুখে চুইংগাম রাখতে পারেন। এক টুকরা লবঙ্গ চিবোলেও বমি ভাব দূর হয়।

সহ্য হয় না এ জাতীয় পারফিউম মাখা উচিৎ নয়। আবার বাসে যদি এয়ারফ্রেশনার দেয় আর সেটা যদি সহ্য না হয় তাহলে তাদের জানিয়ে সেটা দিতে মানা করবেন।

ভ্রমণের সময় গেম খেলা বা মোবাইলে কিছু করলে মাথা ঘুরায়। এতে বমি আসে। তাই মোবাইলে কিছু করবেন।

বাসে ঘুমিয়ে গেলে বমিটা আর হয় না। তাই ঘুমিয়ে যেতে পারেন। তবে ঘুম যদি বাস থামার আগে ভেঙে যায় তখন আবার খারাপ লাগে।

এছাড়া বাসে উঠে উল্টোভাবে দাঁড়ানো বসা থেকে বিরক্ত থাকুন।

Talk Doctor Online in Bissoy App