আমার বয়স ১৭ বছর ১০ মাস। উচ্চতা ৫.৫"। আমার পিতার উচ্চতা ৬ ফুট। সে হিসেবে আমি ততটা লম্বা হইনি, কয়েকদিন ধরে আমি ইন্টেরনেটে উচ্চতা নিয়ে রিসার্চ করছি। সকল জায়গায়ই সবাইকে বলতে দেখি উচ্চতার ৬০-৮০% জিনের উপরে নির্ভর করে, তবে আমার জিন ভালো হওয়া সত্ত্বেও আমার উচ্চতা কম কেন? সঠিক ব্যায়াম ও ব্যালেন্সড্ ডায়েট শুরু করলে আমি কি ৫.৯" হতে পারবোনা? আর কতো বছর পর্যন্ত উচ্চতা বাড়বে? এক্সপার্টদের থেকে উত্তর আশা করছি। এক্সপার্টদের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার উচ্চতা ২১-২৫ বছর পর্যন্ত বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে ৫.৯" না হলেই ৫.৭" বা ৫.৮" হতে পারে। নিম্নোক্ত উপায় গুলো দেখুন

নিয়মিত দুধ পান করুন।
  • প্রতিদিন ২-৩ ঘন্টা ব্যায়াম করুন। সাধারণ ব্যায়াম নয়। উচ্চতা বৃদ্ধির যেসব ব্যায়াম রয়েছে সেগুলো। ইউটিউবে পেয়ে যাবেন।
  • প্রতিদিন ৬-৮ ঘন্টা ঘুমান।
  • সুষম খাদ্য গ্রহণ করুন।
  • হাঁটাচলা করা এবং বসার সময় সঠিকভাবে ঘাড় ও মেরুদণ্ড সোজা রেখে হাঁটা ও বসা এবং শোয়ার সময় ঘাড় বেশি বাঁকা না করে মেরুদণ্ডের প্রায় সমান্তরালে রাখার চেষ্টা করুন।
  • অশ্বগন্ধা ট্রাই করতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ