শেয়ার করুন বন্ধুর সাথে
shalahin

Call

অধিক পরিমাণ মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খেলে জলশূন্যতা (Dehydration) থেকে মাথা ব্যথার সূত্রপাত হয়। অধিক পরিমাণ মিষ্টি কণা যখন রক্ত কনিকায় মিশে যায় তখন শরীরে রক্ত চালনা ধরে রাখতে অনেক বেশি পরিমাণে পানির প্রয়োজন হয়। আর এই কাজটির ভার মাথাকেই বইতে হয়। তখন মাথা ব্যথা দেখা দেয়। যাদের ডায়াবেটিস আছে তাদের ঘন ঘন প্রস্রাব হয়, ফলে এটি Dehydration কে ত্বরান্বিত করে। তাছাড়া মিষ্টি খাওয়ার পর তা শরীরে বিদ্যমান সুগার বা চিনির সাথে মিশে গিয়ে এক ধরণের বৈরি ভাব তৈরি করে। ফলে মাথা ব্যথা করে। সতর্কতাঃ যদি কারও মিষ্টি খাওয়ার পর নিয়মিতভাবে মাথা ব্যথা হয় তাহলে তার একজন ডাক্তারের (ডায়াবেটিক বিশেষজ্ঞ ) সাথে যোগাযোগ করা প্রয়োজন । তথ্যসূত্রঃ www.memd.me

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ