ArfanAli

Call

উত্তর গাছ হতে পারে। কিছু গাছ কাটলে আঠা নিঃসরণ হয়। "পা কাটলে তরল ঝরে" এখানে পা মানে গাছের নিচের অংশ। গাছের নিচে যদি কাটা হয় তাহলে গাছ থেকে আঠা ঝরে মানে তরল ঝরে। "পেট কাটলে মাথা পরে" এখানে পেট মানে গাছের মাঝামাঝি এবং মাথা মানে গাছের আগা। মাঝ বরার যদি কাটা হয় তাহলে গাছের আগাও পরে যাবে মানে মাথাও পরে যায়। "আবার মাথা কাটলে থাকে মাথা" মানে গাছের আগা যদি কাটা হয় তবুও গাছের আগা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং গাছের আগা পুনরায় আগের মত লম্বা হয়ে যায় অর্থাত্‍ গাছের আগা কাটলেও আগা থাকলো মানে মাথা কাটলে মাথা থাকলো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RTKabir

Call

উত্তরটা আখ গাছ হলে কেমন হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার ধাঁধাটির উত্তর হবে "শিশির" ব্যখ্যাঃ শিশির এর পা মানে *র* কাটলে শিশি হয় যাতে তরল পদার্থ রাখা যায় আর মাথা মানে *শি* কাটলে শির বা মাথা পড়ে বা বাকি থাকে এবং পেট *শি* কাটলে আবারও শির বা মাথাই হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ