Jobedali

Call

সাধারণ এবং স্বাভাবিক পদ্ধতিতে প্রসব করতে গেলে যখনই আপনি শারীরিক জটিলতার ঝুঁকিতে থাকবেন তখন সেই সকল পরিস্থিতিতে কৃত্রিম উপায়ে প্রসব শুরু করা একদমই উচিৎ নয়। নিম্ন বর্ণীত অবস্থাগুলোতে হয়ত আপনাকে সিজার অপারেশন পদ্ধতি গ্রহণ করতে হবেঃ

  • যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে আপনার গর্ভের শিশু স্বাভাবিক প্রসবের ধকল সামাল দিতে পারবে না অথবা তাৎক্ষনিক ভাবে প্রসব করানো প্রয়োজন।
  • আপনার প্লাসেন্টা প্রিভিয়া নামক এমন একটি জটিলতার সৃষ্টি হয়েছে, যখন আপনার প্লাসেন্টা জরায়ুর নিচের দিকে অস্বাভাবিক ভাবে অবস্থান করে, আপনার সার্ভিক্স এর কাছে অবস্থান করে অথবা সার্ভিক্স কে ঢেকে দেয়।
  • আপনার শিশুটি ব্রীচ অথবা ট্রান্সভার্স অবস্থায় আছে অর্থাৎ সাধানর প্রসবের সময় প্রথমে তার মাথা বের হবে না।
  • যদি এর আগে সিজারের সময় বা অন্য কোন অপারশেনের সময় আপনার জরায়ু লম্বালম্বি ভাবে কাটা হয়।
  • যদি গর্ভে যমজ সন্তান থাকে এবং প্রথম সন্তানটি ব্রীচ পজিশনের থাকে। যদি গর্ভে তিন বা তার অধিক সন্তান থাকে সেক্ষেত্রেও এ পদ্ধতি ব্যাবহার করা হয়না।
  • আপনার যদি এই মুহূর্তে জেনিটাল হারপেস ইনফেকশন থেকে থাকে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ