Jobedali

Call

প্রত্যেকটি নারীই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে সেই চমৎকার মুহূর্তটির জন্য। ঠিক সেই মুহূর্ত যখন তার অনাগত সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে। আর এই অপেক্ষারত প্রসবের জন্য নির্ধারিত একটা সময় দিয়ে দেন ডাক্তার।    তবে সেই সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যদি প্রসব বেদনা শুরু না হয় তখন সেটা বেশ উদ্বেগের বিষয় হয়ে উঠে এবং ডাক্তার তখন ইনডিউসিং লেবার (Inducing labor)  পদ্ধতি গ্রহণ করেন অর্থাৎ কৃত্রিম উপায়ে প্রসবের শুরু হওয়ার জন্য ওষুধ এবং কিছু পন্থা অবলম্বন করতে উপদেশ দেন।    প্রসবের প্রক্রিয়া যদি কোন কারণে থেমে থাকে তাহলে সেই পদ্ধতিগুলোর মধ্যে বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করে এই প্রসব প্রক্রিয়া শুরু করা যায়। ডিজিজ কন্ট্রোল সেন্টারের মতে, যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচ জনের এক জনের প্রসব এভাবে ইনডিউসিং লেবার পদ্ধতি অবলম্বন করে করানো হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ