Jamiar

Call

যেহেতু মিলনে কনডম ইউস করেছেন সেক্ষেত্রে প্রেগন্যান্সি সম্ভাবনা থাকবে না।তবে যদি কনডম ছিরে বা ফেটে না  যায় এবং যোনি তে বীর্য না গেলে প্রেগন্যান্সি সম্ভাবনা থাকবেই না। সেক্ষেত্রে প্রেগন্যান্সি রোধের জন্য ইমার্জেন্সি পিল বা কোন পদ্ধতি নিতে হবে না। 

তাছাড়া যেহেতু বেবি বুকের দুধ খাচ্ছে সেক্ষেত্রে ওনাকে কোন পিল না খাওয়াই ভালো হবে। যদি ওনাকে জন্মনিয়ন্ত্রণ জন্য পিল খাওয়াতেই চান তাহলে ওনাকে "আপন" পিল খাওয়াতে পারেন। যেকোন দিনেই পিল খাওয়া শুরু করাতে পারেন এবং পিল খাওয়ার প্রথম ৭ দিন মিলন করবেন না বা মিলনে কনডম রাখবেন। এর পর মিলন করুন সমস্যা নেই।আপন "পিলের খাবার নিয়ম বিস্তারিত জানতে পিলের প্যাকেট এ থাকা চিরকুট এ পড়বেন।বা আমাদের বিস্ময়ে প্রশ্ন করবেন।

আপাতত বর্তামান এ যদি কনডম ভালো থাকে বা যোনিতে বীর্য যাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে প্রেগন্যান্ট হবে না।সুতারাং দুশ্চিন্তা মুক্ত থাকবেন।ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ