পিল খাওয়ার সাইড ইফেক্ট থাকতে পারে বা সাধারণ কিছু সমস্যা থাকতে পারে।

বীর্য পাতলা হইলেও সমস্যা হয়ে থাকে।

আর বাচ্চা কন্সেপ্ট না এর পিছনে অনেক সময় মানসিক চিন্তা কাজ করে। তাই আমার পরামর্শ হলো আপনারা এক জন গাইনি এবং সেক্স বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ  নিন তাহলে সে টেষ্ট করে সঠিক ভাবে বলতে পারবে আপনাদের মূল সমস্যা কি।


আর আপনি বীর্য গাড়/ ঘন করার জন্যে পুষ্টিকর খাবার নিয়মিত খান।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে ইউলিকন হলো ইমার্জেন্সি পিল যা মহিলাদের জন্য একটি জরুরী জন্মনিরােধক যাহা অরক্ষিত যৌন মিলনের ১২০ ঘণ্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রােধ করা যায়। তবে নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট হিসেবে এটি ব্যবহার করা উচিত নয়।

আসলে  পাতলা বীর্যে বেবি নিতে তেমন কোন সমস্যা হয় না। কিন্তু বীর্য পানির মত পাতলা ও  স্বচ্ছ হলে বেবি কঞ্চিব করতে অক্ষম হতে পারে। সুতারাং আপনি একজন হোমিও ডাক্তার বা হারবাল চিকিৎসক এর কাছে চিকিৎসা ও পরামর্শ নেন।

 আর হ্যা আপনি  প্রতিদিন ১ টি কাপে  কাচা ছোলা,কাচা বাদাম,কিসমিস, খোরমা এসব রাতে ভিজে রেখে পরের দিন সকালে পানি সহ ওসব খেয়ে নিবেন আশা করি বীর্য ঘন হবে।  পাশাপাশি পুষ্টিকর খাবার খাবেন আর হ্যা অবশ্যই আপনার স্ত্রীকে গাইনি ডাক্তার দেখাবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ