Jamiar

Call

আপনার বেবি প্রসবের ৫ মাস হলো এখনো মাসিক হচ্ছেনা  তাইতো । 

আসলে ইহা কোন সমস্যা না যা স্বাভাবিক ও ভালো । কেনো না যেহেতু আপনার বেবি ৫ মাসের তাহলে অবশ্যই সে আপনার বুকের দুধ খাচ্ছে । আর বাচ্ছা বুকের দুধ পান করলে মাসিক বন্ধ থাকে বা বাচ্ছা বুকের দুধ খাওয়া কালিন মাসিক বন্ধ থাকাই উত্তম কেনো না গাইনি চিকিৎসক জানিয়েছেন যে যখন একজন মাসের বেবি প্রসব করবে ও তখন এই মায়ের মাসিক প্রথমে হওয়ার পর পরবর্তীতে বন্ধ থাকবে বা মাসিক বন্ধ থাকা ভালো এতে করে বচ্ছা বুকের দুধ তৃপ্তি সহকারে খেতে পারবে ।

আর অনেক রুগিই আছে যাদের বেবি প্রসব করার ৬ মাস বা কারো ৯ মাস বা কারো ১৪ মাস এমনকি কারো ১৮-১৯ মাস পর্যন্ত মাসিক বন্ধ থাকে (আমার এক রুগির তার  ১৮-১৯ মাস পর্যন্ত মাসিক বন্ধ থাকে) কাজেই আপনি এনিয়ে দুশ্চিন্তা করবেন না । অপেক্ষা করুন মাসিক সময় হলে আসবে ।আর পুষ্টিকর খাবার খাবেন বাচ্ছাকে পর্যাপ্ত দুধ খেতে দিন। আর হ্যা এখন আপনার মাসিক বন্ধ থাকলেও মিলনে কন্ডম নিতে হবে । বেবি দুধ খাওয়া কালিন কোণ পিল খাবেন না । তবে  এখন জন্মনিয়ন্ত্রন করতে পিল খেতে চাইলে আপনি আপন পিল খেতে পারেন যা বেবি প্রসবেন প্রথম ২ মাস পর থেকেই খাওয়া যায় ও এতে বেবির প্রতি কোণ সাইট ইফেক্টা করে না । আসা করি বুঝতে পারছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ