Jamiar

Call

প্রথমত বলি যে আপনার প্রেগন্যান্সির কোন চঞ্চ নাই।  আপনার এই সমস্যা গুলো মুলত ইমকন পিলের সাইট ইফেক্ট এর কারনে হচ্ছে ।কাজেই আপনি অপেক্ষা করুন কমে যাবে। তবে আপনি এখন এইচ ট্যাবলেট ৩ বেলা খেতে পারেন এতে ব্যথা কমে  যাবে । 

আসলে ইমকন পিলের সাইট ইফেক্ট এর প্রভাব গুলো হলো 

  • খাওয়ায় অরুচি ,
  • মাথা ব্যথা,
  • তলপেটে ব্যথা
  • ফোটা ফোটায় মাসিকের রক্তপাত হতে পারে।
  • স্তন ব্যথা হতে পারে।
  • শরীরের ত্বাপমাত্রা উঠা নামা হতে পারে
  • বমি বমি ভাব,
  • খাবারে দুর্গন্ধ লাগা,
  • শরীর ক্লান্তি লাগা
  • মাসিকে অনিয়মিত হয়
  • অনেকেরি মাসিকের সময় পিছিয়ে যায় আবার কারো অস্বাভাবিক করে মাসিকের রক্তপাত যায় ।
  • মাসিকের তারিখ হয়ে কয়েকদিন আগেই মাসিক হতে পারে বা মাসিকের তারিখের চেয়ে ৩/৪ সপ্তাহ পিছিয়ে যেতে পারে ।


এছাড়াও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে যদি উক্ত সমস্যা গুলো সিরিয়াস হয় তাহলে গাইনি চিকিৎসিকের কাছে যাবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ