শেয়ার করুন বন্ধুর সাথে
Kamil Ahmad

Call

বিয়ে প্রত্যেকটি পুরুষ ও নারীর জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। নারী-পুরুষের হৃদয়ে প্রশান্তি লাভের নির্ভরযোগ্য এক আশ্রয়স্থল হচ্ছে বিবাহবন্ধন। নারী পুরুষের মাঝে সম্পর্ক স্থাপনের জন্য বিয়ে হচ্ছে একমাত্র বৈধ উপায় এবং মানুষের চরিত্র রক্ষার হাতিয়ার। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রত্যেক ধর্মেই কিছুটা পার্থক্য পরিলক্ষিত হলেও কোন ধর্মেই বিয়ে বিহীন সহবস্থান গ্রহণ করে না। এইজন্য মানবতার ধর্ম, আল্লাহ্‌ প্রদত্ত জীবন বিধান ইসলাম বিয়ে করার জন্য উৎসাহিত করেছে। আল্লাহ্‌ রাব্বুল আলামিন পবিত্র কোরানূল কারীমে বলেছেন, “তোমার পছন্দ অনুযায়ী তুমি বিবাহ কর।” আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যার ক্ষমতা আছে সে যেন বিয়ে করে। কেননা, তা চক্ষুকে নত করে এবং লজ্জাস্থানকে অধিক হেফাজত করে। আর যে ব্যক্তি বিয়ে করতে সক্ষম নয়, সে যেন রোজা রাখে।” (বুখারি, মুসলিম) বুখারী শরিফের বিয়ে সম্পর্কে বলা হয়েছে, “একদিন নবীজি (সাঃ) এর কাছে তিন জন লোক এসে তাঁর স্ত্রীর কাছে নবীজি (সাঃ) এর ইবাদত এর কথা জেনে মন্তব্য করলেন, কোথায় আল্লাহর রাসুল (সাঃ) যার সমস্ত গুনাহ্ আল্লাহ্ পাক ক্ষমা করে দিয়েছেন! আর কোথায় আমরা গুনাহ্ এর সমুদ্রে ডুবে আছি । তখন প্রথম লোক বললো, আমি সারারাত নামায পরবো। দ্বিতীয় লোক বললো, আমি সারাদিন রোযা রাখবো। তৃতীয় লোক বললো, আমি কোন দিন বিয়ে করবো না, নারী সঙ্গ ত্যাগ করবো।” নবীজি (সাঃ) এই কথা জানতে পেরে তাদের বলেন, তোমরা কি এই ধরণের কথা বলেছো? শোনো তাহলে: “তোমাদের মাঝে সবচেয়ে বড় মুত্তাকী হলাম আমি তবুও আমি নামায আদায় করি, রোযা রাখি, ইফতার করি, বিয়ে শাদিও করি, আবার স্ত্রীর কাছেও যাই। যারা আমার এই তরিকা মানবেনা তারা আমার দলভুক্ত নয়।”

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ