Unknown

Call
যদি আপনি বিয়ে করতে চান, তাহলে পারিবারিক ভাবেই বিয়ে করা ভালো, আর যদি প্রেম ঘটিত জটিলতার কারন হয় তাহলে, ছেলে হলে ২১ আর মেয়ে হলে ১৮ বছর হতে হবে, এবার আাসুন আামরা কোর্টে যাই, কোর্ট আমাদের বয়স অনুযায়ী গভমেন্ট সাক্ষোরিত অনুমতি পত্র দেবে, তবে এটি বিবাহ না, এখানে আমরা অনেকেই ভুল বসতো বিবাহ মনে করি, কারন এটি গভমেন্ট অনুমদিত, এটা বিবাহের অনুমতি গভমেন্ট নিধারিত সময় অনুযায়ী কাজী দাড়া রেজিস্ট্রার বিবাহ করতে হবে, নয়তো বা এর মেয়াদকাল সর্বোচ্চ তিন মাস, কাজী দাড়া এবং নুন্যতম দুজন সাক্ষী দাড়া রেজিস্ট্রার বিবাহই আসল বিয়ে, আর আপনি বলেছেন যে এভিডেভিড, এটা আমার জানা মতে কারো নাম বা ধর্ম সংসদন, এভিডেভিড এর মাধ্যমেই করা হয়ে থাকে, যদি এরকমি হয়ে থাকে তাহলে অবশ্যই অবগত করে কাজীর সরনাপন্য হয়ে, কলেমা পড়িয়ে নিবেন তার পর বিবাহ বা অনান্য আনুষঙ্গিক সবকিছু।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ