Kamil Ahmad

Call

অল্প বয়সে বি’য়ে করলে জীবনের সবকিছু ভাগ করে নেওয়া যায়। ফলে মানসিক চাপ কম পড়ে। তাই সুখ-দু:খ ভাগাভাগির জন্য হলেও কম বয়সে বি’য়ে করা উচিত। দ্রুত বি’য়ে করলে সন্তানকে ঠিকভাবে লালন পালন করার সুযোগ পাবেন। ফলে আদর্শ পিতা-মাতা হয়ে উঠতে পারবেন। ফলে মানসি’ক শান্তি পাবেন।


আপনি যদি ৩০ পার করে বিয়ে করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার বয়সের কারণে আপনার মধ্যে যে গাম্ভী’র্য চলে আসবে তার জন্য সম্প’র্ক খুব বেশি মধু’র ও ঘনিষ্ঠ হবে না। তখন মনে হবে বিয়ে করা উচিত বলেই বি’য়ে করেছেন। সবার ক্ষত্রে এটি প্রযোজ্য হয় না। এ বিষয়ে অনেক ব্যাতিক্রম রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ